
বিদায় বেলায়

কাজী নজরুল ইসলাম
| কাজী নজরুল ইসলাম | |
| কাব্য ও কবিতা |
পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা১৯ এপ্রিল ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
তুমি অমন ক’রে গো বারে বারে জল-ছল-ছল চোখে চেয়ো না,
জল-ছল-ছল চোখে চেয়ো না।
ঐ কাতর কন্ঠে থেকে থেকে শুধু বিদায়ের গান গেয়ো না,
শুধু বিদায়ের গান গেয়ো না।।
হাসি দিয়ে যদি লুকালে তোমার সারা জীবনের বেদনা,
আজো তবে শুধু হেসে যাও, আজ বিদায়ের দিনে কেঁদো না।
ঐ ব্যথাতুর আঁখি কাঁদো-কাঁদো মুখ
দেখি আর শুধু হেসে যাও,আজ বিদায়ের দিনে কেঁদ...