বিকাশ
রবীন্দ্রনাথ ঠাকুর
পোষ্ট করেছেনবেলা ২৪ এপ্রিল ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
আজ বুকের বসন ছিঁড়ে ফেলে
দাঁড়িয়েছে এই প্রভাতখানি ,
আকাশেতে সোনার আলোয়
ছড়িয়ে গেল তাহার বাণী ।
কুঁড়ির মতো ফেটে গিয়ে
ফুলের মতো উঠল কেঁদে
সুধাকোষের সুগন্ধ তার
পারলে না আর রাখতে বেঁধে ।
...