বাক্যের যে ছন্দোজাল শিখেছি গাঁথিতে

বাক্যের যে ছন্দোজাল শিখেছি গাঁথিতে

রবীন্দ্রনাথ ঠাকুর

বাক্যের যে ছন্দোজাল শিখেছি গাঁথিতে

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস২২ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


বাক্যের যে ছন্দোজাল শিখেছি গাঁথিতে

সেই জালে ধরা পড়ে

অধরা যা চেতনার সতর্কতা ছিল এড়াইয়া

আগোচরে মনের গহনে।

নামে বাঁধিবারে চাই, না মানে নামের পরিচয়।

মূল্য তার থাকে যদি

দিনে দিনে হয় তাহা জানা

হাতে হাতে ফিরে।

অকস্মাৎ পরিচয়ে বিস্ময় তাহার

ভুলায় যদি বা,

লোকালয়ে নাহি পায় স্থান,

মনের সৈকততটে বিকীর্ণ সে রহে কিছুকাল,

লালিত...

Loading...