বাঁচো

বাঁচো

তসলিমা নাসরিন

বাঁচো

Books Pointer Iconতসলিমা নাসরিন
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা০৫ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

সত্য বললে কিছু লোক আছে খুব রাগ করে,

এখন থেকে আর সত্য বোলো না তসলিমা।

গ্যালিলিওর যুগ নয় এই যুগ, কিন্তু

এই একবিংশ শতাব্দিতেও

সত্য বললে একঘরে করে সমাজ,

দেশছাড়া করে দেশ।

গৃহবন্দি করে রাষ্ট্র,

রাষ্ট্র শাস্তি দেয়,

সত্য বোলো না।


তার চেয়ে মিথ্যে বলো,

বলো যে পৃথিবীর চারদিকে সূর্য ঘোরে,

বলো যে সূর্যের যেমন নিজের আলো আছে, ...

Loading...