
বন্দী

রবীন্দ্রনাথ ঠাকুর
‘ বন্দী , তোরে কে বেঁধেছে
এত কঠিন ক'রে । '
প্রভু আমায় বেঁধেছে যে
বজ্রকঠিন ডোরে ।
মনে ছিল সবার চেয়ে
আমিই হব বড়ো ,
রাজার কড়ি করেছিলেম
নিজের ঘরে জড়ো ।
ঘুম লাগিতে শুয়েছিলেম
প্রভুর শয্যা পেতে ,
জেগে দেখি বাঁধা আছি
আপন ভাণ্ডারেতে ।
<...