বংশী খণ্ড

বংশী খণ্ড

চণ্ডী দাস

বংশী খণ্ড

Books Pointer Iconচণ্ডী দাস
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ নগরী০৪ জুন ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


(১)

পাহাড়ীআরাগঃ ॥ একতালী ॥ দণ্ডকঃ॥


অনঙ্গসঙ্গরে রাধা ভঙ্গং প্রাপ্য কুরঙ্গদৃক্।

অলসাঙ্গলতা রঙ্গাৎ জরতীসহিতা যযৌ॥


বড়ায়ি লইআঁ রাহী গেলী সেই থানে।

সখীসবে বুইল রাধা লড়িঊ সিনানে ॥১

ষোল শত গোপী গেলা যমুনার ঘাটে।

তা দেখিআঁ কাহ্নাঞিঁ পাতিল নাটে ॥২

খনে করতাল খনে বাজাএ মৃদঙ্গ।

তা দেখি রাধিকার সখিগ...

Loading...