
ফাঁক

রবীন্দ্রনাথ ঠাকুর
আমার বয়সে
মনকে বলবার সময় এল–
কাজ নিয়ে কোরো না বাড়াবাড়ি
ধীরে সুস্থে চলো,
যথোচিত পরিমাণে ভুলতে করো শুরু
যাতে ফাঁক পড়ে সময়ের মাঝে মাঝে।
বয়স যখন অল্প ছিল
কর্তব্যের বেড়ায় ফাঁক ছিল যেখানে সেখানে।
তখন যেমন-খুশির ব্রজধামে
...