প্রসূতিস্তবে দক্ষজীবন

প্রসূতিস্তবে দক্ষজীবন

ভারতচন্দ্র রায়গুণাকর

প্রসূতিস্তবে দক্ষজীবন

Books Pointer Iconভারতচন্দ্র রায়গুণাকর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস০৮ জুলাই ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

শিবনাম বল রে জীব বদনে।

যদি আনন্দে যাবে শিবসদনে।

শিবনাম লয়ে মুখে তরিব সকল দুখে

দমন করিব সুখে শমনে।

শিবগুণ কি কহিব কোথায় তুলনা দিব

জীব শিব হয় শিৰসেবনে ॥

শিব শিব বলে যেই এই দেহে শিব সৈই

শিব নিজপদ দেই সৈ জনে॥

কাতরে করুণা কর পাপ তাপ সব হর

ভারতে রাখহ হর ভজনে।

এইরূপে যজ্ঞ সহ দক্ষ নাশ পায়।

প্রস্তুতি বাঁচিলা মাত্র সতীর কৃপায়:

বিধ...

Loading...