প্রভু, নষ্ট হয়ে যাই

প্রভু, নষ্ট হয়ে যাই

শক্তি চট্টোপাধ্যায়

প্রভু, নষ্ট হয়ে যাই

Books Pointer Iconশক্তি চট্টোপাধ্যায়
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনকমলা কান্ত২৩ জুন ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

বার বার নষ্ট হয়ে যাই

প্রভু, তুমি আমাকে পবিত্র

করো, যাতে লোকে খাঁচাটাই

কেনে, প্রভু নষ্ট হয়ে যাই

বার বার নষ্ট হয়ে যাই

একবার আমাকে পবিত্র

করো প্রভু, যদি বাঁচাটাই

মুখ্য, প্রভু, নষ্ট হয়ে যাই!