পুণ্যের হিসাব

পুণ্যের হিসাব

রবীন্দ্রনাথ ঠাকুর

পুণ্যের হিসাব

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনঅসমাপ্ত ভালোবাসা২৫ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


সাধু যবে স্বর্গে গেল, চিত্রগুপ্তে ডাকি

কহিলেন, “আনো মোর পুণ্যের হিসাব।”

চিত্রগুপ্ত খাতাখানি সম্মুখেতে রাখি

দেখিতে লাগিল তার মুখের কী ভাব।

সাধু কহে চমকিয়া, “মহা ভুল এ কী!

প্রথমের পাতাগুলো ভরিয়াছ আঁকে,

শেষের পাতায় এ যে সব শূন্য দেখি—

যতদিন ডুবে ছিনু সংসারের পাঁকে

ততদিন এত পুণ্য কোথা হতে আসে!”

শুনি কথা চিত্রগুপ্ত মনে মনে হাসে।

...
Loading...