পুকুর ধারে

পুকুর ধারে

রবীন্দ্রনাথ ঠাকুর

পুকুর ধারে

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনবেলা ২৪ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


দোতলার জানলা থেকে চোখে পড়ে

পুকুরের একটি কোণা।

ভাদ্রমাসে কানায় কানায় জল।

জলে গাছের গভীর ছায়া টলটল করছে

সবুজ রেশমের আভায়।

তীরে তীরে কলমি শাক আর হেলঞ্চ।

ঢালু পাড়িতে সুপারি গাছক’টা মুখোমুখি দাঁড়িয়ে।

এ ধারের ডাঙায় করবী, সাদা রঙন, একটি শিউলি;

দুটি অযত্নের রজনীগন্ধায়...

Loading...