পিয়াসী

পিয়াসী

রবীন্দ্রনাথ ঠাকুর

পিয়াসী

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনবেলা ২৪ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


আমি তো চাহি নি কিছু।

বনের আড়ালে দাঁড়ায়ে ছিলাম

নয়ন করিয়া নিচু।

তখনো ভোরের আলস‐অরুণ

আঁখিতে রয়েছে ঘোর।

তখনো বাতাসে জড়ানো রয়েছে

নিশির শিশিরলোর।

নূতন তৃণের উঠিছে গন্ধ

মন্দ প্রভাতবায়ে;

তুমি একাকিনী কুটিরবাহিরে

বসিয়া অশথছায়ে

নবীননবনীনিন্দিত করে

দোহন করিছে দুগ্ধ—

আমি তো কেবল বিধুর বিভোল

<...
Loading...