
পণরক্ষা

রবীন্দ্রনাথ ঠাকুর
‘ মারাঠা দস্যু আসিছে রে ওই ,
করো করো সবে সাজ '
আজমীর গড়ে কহিলা হাঁকিয়া
দুর্গেশ দুমরাজ ।
বেলা দু ' পহরে যে যাহার ঘরে
সেঁকিছে জোয়ারি রুটি ,
দুর্গতোরণে নাকাড়া বাজিছে
বাহিরে আসিল ছুটি ।
প্রাকারে চড়িয়া দেখিল চাহিয়া
দক্ষিণে বহু দূরে
আকাশ জুড়িয়া উড়িয়াছে ধুলা
মারাঠি অশ...