নির্ঝরের স্বপ্নভঙ্গ

নির্ঝরের স্বপ্নভঙ্গ

রবীন্দ্রনাথ ঠাকুর

নির্ঝরের স্বপ্নভঙ্গ

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনবেলা ২৪ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


আজি এ প্রভাতে প্রভাতবিহগ

কী গান গাইল রে!

অতিদূর দূর আকাশ হইতে

ভাসিয়া আইল রে!

না জানি কেমনে পশিল হেথায়

পথহারা তার একটি তান,

আঁধার গুহায় ভ্রমিয়া ভ্রমিয়া

গভীর গুহায় নামিয়া নামিয়া

আকুল হইয়া কাঁদিয়া কাঁদিয়া

ছুঁয়েছে আমার প্রাণ।

আজি এ প্রভাতে সহসা কেন রে

...

Loading...