
নব ভারতের হলদিঘাট

কাজী নজরুল ইসলাম
| কাজী নজরুল ইসলাম | |
| কাব্য ও কবিতা |
পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা১৮ এপ্রিল ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
বালাশোর – বুড়িবালামের তীর –
নব-ভারতের হলদিঘাট,
উদয়-গোধূলি-রঙে রাঙা হয়ে
উঠেছিল যথা অস্তপাট।
আ-নীল গগন-গম্বুজ-ছোঁয়া
কাঁপিয়া উঠিল নীল অচল,
অস্তরবিরে ঝুঁটি ধরে আনে
মধ্য গগনে কোন পাগল!
আপন বুকের রক্তঝলকে
পাংশু রবিরে করে লোহিত,
বিমনানে বিমানে বাজে দুন্দুভি,
থরথর কাঁপে স্...