দাদা

দাদা

কাজী নজরুল ইসলাম

দাদা

Books Pointer Iconকাজী নজরুল ইসলাম
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা১৮ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

সব-কনিষ্ঠ পুত্র সে প্রিয় আবদুল্লার শোকে,

সেদিন নিশীথে ঘুম নাকো মুত্তালিবের চোখে!

পঁচিশ বছর ছিল যে পুত্র আঁখির পুতলা হয়ে,

বৃদ্ধ পিতারে রাখিয়া মৃত্যু তারেই গেল কি লয়ে!

হয়ে আঁখিজল ঝরে অবিরল পঁচিশ-বছরি স্মৃতি,

সে স্মৃতির ব্যথা যতদিন যায় তত বাড়ে হায় নিতি!

বাহিরে ও ঘরে বক্ষে নয়নে অশ্রুতে তারে খোঁজে

সহসা বিধবা আমিনারে হেরি সভয়ে চক্ষু বোজে!

ওরে ও অভাগি...

Loading...