তে হি নো দিবসাঃ

তে হি নো দিবসাঃ

রবীন্দ্রনাথ ঠাকুর

তে হি নো দিবসাঃ

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনদিশা বিশ্বাস২৩ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


এই অজানা সাগরজলে বিকেলবেলার আলো

লাগল আমার ভালো।

কেউ দেখে কেউ নাই-বা দেখে, রাখবে না কেউ মনে,

এমনতরো ফেলাছড়ার হিসাব কি কেউ গোনে।

এই দেখে মোর ভরল বুকের কোণ;

কোথা থেকে নামল রে সেই খেপা দিনের মন,

যেদিন অকারণ

হঠাৎ হাওয়ায় যৌবনেরি ঢেউ

ছল্‌ছলিয়ে উঠত প্রাণে জানত না তা কেউ।

লাগত আমায় আপন গানের নেশা

...
Loading...