তুমি বাতাস ও রক্তপ্রবাহ

তুমি বাতাস ও রক্তপ্রবাহ

হুমায়ুন আজাদ

তুমি বাতাস ও রক্তপ্রবাহ

Books Pointer Iconহুমায়ুন আজাদ
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ নগরী১২ জুন ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


বাতাসের নিয়মিত প্রবাহ বোধই করা যায় না।

যখন নিশ্বাসপ্রশ্বাস ঠিক মতো চলে

তখন কে বোধ করে বাতাসের অস্তিত্ব?

স্বাভাবিক রক্তসঞ্চালন টেরই পাওয়া যায় না।

বোঝাই যায় না হৃৎপিণ্ড

অবিরাম সঞ্চালিত করে চলেছে রক্ত শিরায় শিরায়।

সমগ্র শরীর কেঁপে ওঠে

যখন অভাব ঘটে বাতাসের।

ভূমিকম্প হয় যখন ব্যাঘাত ঘটে রক্তপ্রবাহে।

তুমি ওই রক্ত আর বাতাসের মতো

...

Loading...