তিনকড়ি তোল্‌পাড়িয়ে উঠল পাড়া

তিনকড়ি তোল্‌পাড়িয়ে উঠল পাড়া

রবীন্দ্রনাথ ঠাকুর

তিনকড়ি তোল্‌পাড়িয়ে উঠল পাড়া

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস২২ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


তিনকড়ি। তোল্‌পাড়িয়ে উঠল পাড়া,

তবু কর্তা দেন না সাড়া! জাগুন শিগ্‌গির জাগুন্‌।

কর্তা। এলারামের ঘড়িটা যে

চুপ রয়েছে, কই সে বাজে–

তিনকড়ি। ঘড়ি পরে বাজবে, এখন ঘরে লাগল আগুন।

কর্তা। অসময়ে জাগলে পরে

ভীষণ আমার মাথা ধরে–

তিনকড়ি। জানলাটা ঐ উঠল জ্বলে, ঊর্ধ্বশ্বাসে ভাগুন।

কর্তা। বড্ড জ্বালায় তিনকড়িটা–

তিনকড়ি। জ্বলে যে ছাই হল ভিটা,

ফুটপ...

Loading...