ডানা

ডানা

হুমায়ুন আজাদ

ডানা

Books Pointer Iconহুমায়ুন আজাদ
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ নগরী১১ জুন ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


একদা অজস্র ডানা ছিলো, কোনো আকাশ ছিলো না।

আকাশ মানেই ছিলো ঝড়, বজ্র, শাণিত বিদ্যুৎ

আর সীমাহীন অন্ধকার। তবু ওই ঝড়ে, বজ্রে, শাণিত বিদ্যুতে

উড়েছি বারবার। ডানা থাকলে ওড়ার জন্যে কোনো

আকাশ লাগে না–ঝড়ই হয়ে ওঠে আকাশ, বিদ্যুৎ নীলিমা।

বজ্ৰ জ্ঞাপন করে আকাশের স্তরেস্তরে ওড়ার উল্লাস।

জানি নি কখন বজ্রে-বিদ্যুতে খসে গেছে সংখ্যাহীন ডানা

আর মুখ থুবড়ে পড়ে গেছ...

Loading...