ছায়া বাজি

ছায়া বাজি

সুকুমার রায়

ছায়া বাজি

Books Pointer Iconসুকুমার রায়
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনমেঘ বালিকা১৭ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

আজগুবি নয়, আজগুবি নয়, সত্যিকারের কথা-

ছায়ার সাথে কুস্তি করে গাত্রে হল ব্যাথা।

ছায়া ধরার ব্যবসা করি, তাও জাননা বুঝি?

রোদের ছায়া, চাঁদের ছায়া, হরেক রকম পুঁজি!

শিশির ভেজা সদ্য ছায়া, সকাল বেলায় তাজা,

গ্রীষ্মকালে শুকনো ছায়া ভীষণ রোদে ভাজা।

চিলগুলো যায় দুপুরে বেলায় আকাশ পথে ঘরে

ফাঁদ ফেলে তার ছায়ার উপর খাঁচায় রাখি পুরে।

কাগের ছায়া বগের ছায়া দেখছি কত ঘ...

Loading...