চাষার গান

চাষার গান

কাজী নজরুল ইসলাম

চাষার গান

Books Pointer Iconকাজী নজরুল ইসলাম
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা১৮ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

আমাদের জমির মাটি ঘরের বেটি, সমান রে ভাই।

কে রাবণ করে হরণ দেখব রে তাই॥

আমাদের ঘরের বেটির কেশের মুঠি ধরে নে যায় সাগরপারে,

দিয়ে হাত মাথায় শুধু ঘরে বসে রইব না রে।

যে লাঙল ফলা দিয়ে শস্য ফলাই মরুর বুকে,

আছে সে লাঙল আজও রুখব তাতেই রাজার সেপাই॥

পাঁচনির আশীর্বাদে মানুষ করি ঠেঙিয়ে বলদ,

সে পাঁচন আছে আজও ভাঙব তাতেই ওদের গলদ।

<...
Loading...