চপলারে আমি অনেক ভাবিয়া

চপলারে আমি অনেক ভাবিয়া

রবীন্দ্রনাথ ঠাকুর

চপলারে আমি অনেক ভাবিয়া

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনদিশা বিশ্বাস২৩ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


চপলারে আমি অনেক ভাবিয়া

দূরেতে রাখিয়া এলেম তারে,

রূপ-ফাঁদ হতে পালাইতে তার,

প্রণয়ে ডুবাতে মদিরা-ধারে।

এত দূরে এসে বুঝিনু এখন

এখনো ঘুচে নি প্রণয়-ঘোর,

মাথায় যদিও চড়েছে মদিরা

প্রণয় রয়েছে হৃদয়ে মোর।

যুবতীর শেষে লইনু শরণ

মাগিনু সহায় তার,

অনেক ভাবি সে কহিল তখন

“চপলা নারীর সার।’

আমি কহিলাম “সে কথা তোমার

কহিতে হবে...

Loading...