ঘন্টা বাজে দূরে

ঘন্টা বাজে দূরে

রবীন্দ্রনাথ ঠাকুর

ঘন্টা বাজে দূরে

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস২২ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


ঘন্টা বাজে দূরে।

শহরের অভ্রভেদী আত্মঘোষণার

মুখরতা মন থেকে লুপ্ত হয়ে গেল,

আতপ্ত মাঘের রৌদ্রে অকারণে ছবি এল চোখে

জীবনযাত্রার প্রান্তে ছিল যাহা অনতিগোচর।


গ্রামগুলি গেঁথে গেঁথে মেঠো পথ গেছে দূর-পানে

নদীর পাড়ির ‘পর দিয়ে।

প্রাচীন অশথতলা,

খেয়ার আশায় লোক ব’সে

পাশে রাখি হাটের পসরা।

গঞ্জের টিনের চালাঘরে

গুড়ের কলস স...

Loading...