
গ্রন্থ সূচনা

ভারতচন্দ্র রায়গুণাকর
| ভারতচন্দ্র রায়গুণাকর | |
| কাব্য ও কবিতা |
পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস০৭ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
অন্নপূর্ণা অন্নদা অষ্টভূজা। অভয়া অপরাজিতা অচ্যূতঅনুজা।।
অনাদতা অনন্তা অম্বা অম্বিকা অভয়া। অপরাধ ক্ষমো অগো অব গো অব্যয়া।।
শুন শুন নিবেদন সভাজন সব। যেরূপে প্রকাশ অন্নপূর্ণা মহোৎসব।।
সুজা খাঁ নবাব সুত সরেফরাজ খাঁ। দেওয়ান আলমচন্দ্র রায় রায়রাঁয়া।।
ছিল আলিবর্দ্দী খাঁ নবাব পাটনায়। আসিয়া করিল যুদ্ধ বধিলেক তায়।।
তদবধি আলিবর্দ্দী হইলা নবাব। মহাবদজঙ্গ দিলা বাদশা ...