খানদান

খানদান

জসীম উদ্দীন

খানদান

Books Pointer Iconজসীম উদ্দীন
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ নগরী১৭ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


ওধারের বেডে আসিল বালক, মটরের ধাক্কায়,

ক্ষতবিক্ষত, রক্তমাখান কচি তার দেহটায়।

চিৎকার করি কাঁদিত কেবল, আম্মাগো কোথা গেলে,

একেলা যে আমি থাকিতে পারি না তোমারে কাছে না পেলে?

কাঁচা মুখখানি মমতা জড়ানো, জননী স্নেহের ভরে,

যে-চুমায় তারে জাগায়েছে ভোরে আছে তা অধর ভরে।

ঘায়েতে তাহার ওষুধ মাখাতে, চীৎকারি কেঁদে ওঠে,

মায়ের আগেতে নালিশ জানায়, বোঝে না কিছুই ম...

Loading...