কৈশর যৌবন দুহু মেলি গেল

কৈশর যৌবন দুহু মেলি গেল

জসীম উদ্দীন

কৈশর যৌবন দুহু মেলি গেল

Books Pointer Iconজসীম উদ্দীন
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনদিশা বিশ্বাস১২ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


এখনো গন্ধ বন্ধ কোরকে, দুএকটি রাঙা দল,

উকি ঝুঁকি দিয়ে পান করিতেছে ভোরের শিশির জল।

রঙিন অধরে সরল হাসিটি, বিহান বেলার আগে,

মেঘগুলি যেন রঙে ডুগুডুগু ঊষসীর অনুরাগে।

এ হাসি এখনি কৌতুক হয়ে নাচিবে নানান ঢঙে,

মেঘের আড়ালে কভু লুকোচুরি খেলিবে কতা রঙে।


আঁখি দুটি আজো স্বচ্ছ-সরল কাজল দীঘির মত,

কারো কলসীর আঘাতে এখনো হয় নাই ঢেউ-ক্ষত।

সব ক...

Loading...