কৃষাণের গান

কৃষাণের গান

কাজী নজরুল ইসলাম

কৃষাণের গান

Books Pointer Iconকাজী নজরুল ইসলাম
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনব্রেনস্টর্ম গুচ্ছ১৫ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

ওঠ রে চাষি জগদ্‌বাসী ধর কষে লাঙল।

আমরা মরতে আছি – ভালো করেই মরব এবার চল॥

মোদের উঠান-ভরা শস্য ছিল হাস্য-ভরা দেশ

ওই বৈশ্য দেশের দস্যু এসে লাঞ্ছনার নাই শেষ,

ও ভাই লক্ষ হাতে টানছে তারা লক্ষ্মী মায়ের কেশ,

আজ মা-র কাঁদনে লোনা হল সাত সাগরের জল॥

ও ভাই আমরা ছিলাম পরম সুখী, ছিলাম দেশের প্রাণ

তখন গলায় গলায় গান ছিল ভ...

Loading...