কাল্পনিক

কাল্পনিক

রবীন্দ্রনাথ ঠাকুর

কাল্পনিক

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনবেলা ২৪ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


বেহাগ


আমি কেবলি স্বপন করেছি বপন

বাতাসে—

তাই আকাশকুসুম করিনু চয়ন

হতাশে।

ছায়ার মতন মিলায় ধরণী,

কূল নাহি পায় আশার তরণী,

মানসপ্রতিমা ভাসিয়া বেড়ায়

আকাশে।


কিছু বাঁধা পড়িল না শুধু এ বাসনা‐

বাঁধনে।

...
Loading...