
কবিতাসমগ্র ২

শামসুর রহমান
ভূমিকা
আমার কবিতা সমগ্রের দ্বিতীয় খণ্ডের জন্মলগ্নে প্রিয়, দরদী এবং কবিতা প্রেমিকদের কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ তারা প্রথম খণ্ডকে ধুলোয় লুটিয়ে থাকতে দেননি। ফলে আমি উৎসাহিত বোধ করছি। তাঁরা যে আমার জনাব প্রকাশককে দ্বিতীয় খণ্ড এত দ্রুত প্রকাশ করতে উৎসাহিত করলেন তাতে তিনি আমার রচনাবলীর প্রতি খুব অল্পসময়েরা মধ্যে আস্থা স্থাপন করেছেন।
শামসুর রাহমানের ‘কাব্যসমগ্র ১’...