
একটি অসাধারণ কবিতা

নবারুণ ভট্টাচার্য
| নবারুণ ভট্টাচার্য | |
| কাব্য ও কবিতা |
পোষ্ট করেছেনশেষ নগরী০৫ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
আমার ভালোবাসায় যে নিজেকে উৎসর্গ করেছিল
সেই মেয়েটি এখন আত্মহত্যা করছে।
নীল ও বিন্দু বিন্দু আমার কপালে ঘাম
তার কাছে আমি গভীর সার্থকতা ছিলাম
আমার তরফে কিছু প্রবঞ্চ নাও বুঝি ছিল
অথবা সে কোনোদিনও সমুদ্র দেখেনি।
সে এখন আত্মহত্যা করছে
তার আঙুল, লুকোনো নরম রক্ত, সাদা গলা
এখনও বেঁচে আছে
শুধু তার চোখের পলক পড়ছে না।
স্থির সম্মতির...