
এই অনিত্যে এমন মায়া

সুনীল গঙ্গোপাধ্যায়
| সুনীল গঙ্গোপাধ্যায় | |
| কাব্য ও কবিতা |
পোষ্ট করেছেনশেষ নগরী২০ মে ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
তিন আঙুলের একটা জীবন, সাত শো মাইল অন্ধকার
সাত শো মাইল অন্ধকারে একটা বিন্দু, একটা জীবন
তিরিশটা হ্রদ ভরা বিষাদ, মধ্যে একটা শাপলা ফুল
আবার বলি, তিরিশটা হ্রদ ভরা বিষাদ, ভরা বিষাদ
মধ্যে একটা শাপলা ফুল
সেই ফুলটাই চক্ষু টানে, এই অনিত্যে এমন মায়া
ছদ্মবেশে ঘুরছি ফিরছি, ড়ুবে যাচ্ছি নিজের মধ্যে
গভীরতায় ড়ুব সাঁতার, কালের চেয়েও আর...