উন্মেষ

উন্মেষ

জীবনানন্দ দাশ

উন্মেষ

Books Pointer Iconজীবনানন্দ দাশ
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ নগরী২২ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


কোথাও নদীর পারে সময়ের বুকে--

দাঁড়ায়ে রয়েছে আজও সাবেককালের এক স্তিমিত প্রাসাদ;

দেয়ালে একটি ছবি : বিচারসাপেক্ষ ভাবে নৃসিংহ উঠেছে;

কোথাও মঙ্গল সংঘটন হয়ে যাবে অচিরাৎ।


নিবিড় রমণী তার জ্ঞানময় প্রেমিকের খোজে।

অনেক মলিন যুগ--অনেক রক্তাক্ত যুগ সমুক্তীর্ণ ক'রে,

আজ এই সময়ের পারে এসে পনরায় গেখে

আবহমানের ভাঁড় এসেছে গাধার পিঠে চ'ড়ে।

স্ব...

Loading...