
আমলা ও বাঙলা

হুমায়ুন আজাদ
দ্বিতীয় মহাযুদ্ধের পরে স্বাধীনতা পাওয়া দেশগুলোতে একটি মারাত্মক ব্যাধি দেয়া দেয়, ব্যাধিটির নাম ‘ঔপনিবেশিক ঘোর’ বা ‘কলোনিয়াল হ্যাংওভার’। এ-ব্যাধিতে সবচেয়ে দুরারোগ্যভাবে যাঁরা আক্রান্ত, তাঁরা আমলাসম্প্রদায়; অসুস্থ স্বার্থপরায়ণ চতুর কপট বিবেকহীন গোত্র। পাকিস্তানি আমলারা চ’লে যাওয়া শাদা আমলাদের গুণগুলো পরিহার ক’র...