
উপন্যাসের প্লট: গঠন, বৈশিষ্ট্য...

মৃদুল চৌধুরী
| মৃদুল চৌধুরী | |
| প্রবন্ধ রচনা |
পোষ্ট করেছেনমৃদুল চৌধুরী১৫ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
একটি উপন্যাস যত ভালোভাবেই লেখা হোক না কেন, যদি তার প্লট দুর্বল হয়, তবে পাঠক খুব একটা আগ্রহ নিয়ে তা পড়বে না। কারণ প্লট হলো উপন্যাসের সেই হৃদস্পন্দন, যার ওপর ভিত্তি করে গড়ে ওঠে গল্পের গতি, চরিত্রের রূপান্তর, এবং পাঠকের মানসিক উত্তেজনা। অনেক পাঠক শুধু গল্পের মোড়, রহস্য বা দ্বন্দ্ব দেখেই উপন্যাসের প্রতি আকৃষ্ট হন—এবং এর সবটাই নির্ভর করে উপন্যাসের প্লটের গঠন ও বৈশিষ্ট্য এর ওপর।