আমগাছ

আমগাছ

রবীন্দ্রনাথ ঠাকুর

আমগাছ

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনবেলা ২৪ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


এ তো সহজ কথা,

অঘ্রানে এই স্তব্ধ নীরবতা

জড়িয়ে আছে সামনে আমার

আমের গাছে;

কিন্তু ওটাই সবার চেয়ে

দুর্গম মোর কাছে।

বিকেল বেলার রোদ্‌দুরে এই চেয়ে থাকি,

যে রহস্য ওই তরুটি রাখল ঢাকি

গুঁড়িতে তার ডালে ডালে

পাতায় পাতায় কাঁপনলাগা তালে

সে কোন্‌ ভাষা আলোর সোহাগ

শূন্যে বেড়ায় খুঁজি।

মর্ম তাহার স্পষ্ট নাহি বুঝি,

তবু যেন ...

Loading...