অভয় সুন্দর

অভয় সুন্দর

কাজী নজরুল ইসলাম

অভয় সুন্দর

Books Pointer Iconকাজী নজরুল ইসলাম
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা১৯ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

কুৎসিত যাহা, অসাম্য যাহা সুন্দর ধরণিতে –

হে পরম সুন্দরের পূজারি! হবে তাহা বিনাশিতে।

তব প্রোজ্জ্বল প্রাণের বহ্নিশিখায় দহিতে তারে

যৌবন ঐশ্বর্য-শক্তি লয়ে আসে বারে বারে।

যৌবনের এ ধর্ম বন্ধু, সংহার করি জরা

অজর অমর করিয়া রাখে এ প্রাচীনা বসুন্ধরা।

যৌবনের সে ধর্ম হারায়ে বিধর্মী তরুণেরা –

হেরিতেছি আজ ভারতে – রয়েছে জরার শকুনে ঘেরা।


যুগে যুগে জ...

Loading...