অন্নপূর্ণামাহাত্ম্য

অন্নপূর্ণামাহাত্ম্য

ভারতচন্দ্র রায়গুণাকর

অন্নপূর্ণামাহাত্ম্য

Books Pointer Iconভারতচন্দ্র রায়গুণাকর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস০৯ জুলাই ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


গর গর গর গরজে ক্ষুণী।

দপ দপ দপ দীপয়ে মণি।

ধক ধক ধক ভালে অনল।

তর তর তর চাঁদমণ্ডল।

সর সর সরে বাঘের ছাল।

দলমল দোলে মুণ্ডের মাল ॥

তাধিয়া তাধিয়া বাজয়েতাল।

তাতাথেইথেইবলে বেতাল

ববম ববম বাজয়ে গাল।

ডিমি ডিমি বাজে ডমরু ভাল॥

তভম ভভম বাজয়ে শিঙ্গা।

মৃদঙ্গ বাজয়ে তাধিঙ্গা ধিঙ্গ।

পঞ্চমূখে গেয়ে পঞ্চমতালে।

নাচেন শঙ্কর বাজ...

Loading...