অন্তরের সে সম্পদ ফেলেছি হারায়ে

অন্তরের সে সম্পদ ফেলেছি হারায়ে

রবীন্দ্রনাথ ঠাকুর

অন্তরের সে সম্পদ ফেলেছি হারায়ে

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস২১ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


অন্তরের সে সম্পদ ফেলেছি হারায়ে।

তাই মোরা লজ্জানত; তাই সর্ব গায়ে

ক্ষুধার্ত দুর্ভর দৈন্য করিছে দংশন;

তাই আজি ব্রাহ্মণের বিরল বসন

সম্মান বহে না আর; নাহি ধ্যানবল,

শুধু জপমাত্র আছে; শুচিত্ব কেবল

চিত্তহীন অর্থহীন অভ্যস্ত আচার।

সন্তোষের অন্তরেতে বীর্য নাহি আর,

কেবল জড়ত্বপুঞ্জ;ধর্ম প্রাণহীন

ভারসম চেপে আছে আড়ষ্ট কঠিন।

তাই আজি দলে ...

Loading...