অনন্ত বরফবীথি

অনন্ত বরফবীথি

নির্মলেন্দু গুণ

অনন্ত বরফবীথি

Books Pointer Iconনির্মলেন্দু গুণ
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনSmita Biswash২৩ জুন ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

মৃত্যুর পর তোমরা আমাকে কংশের জলে ভাসিয়ে দিও।

যদি শিমুলের তুলা হতাম, বাতাসে উড়িয়ে দিতে বলতাম,

কিন্তু আমার দুর্ভাগ্য, আমি বাতাসের চেয়ে হালকা নই।

আমাকে তোমরা কাঠের আগুনে পুড়িয়ে ফেলো না,

কিংবা মাটি খুঁড়ে কবর দিও না আজিমপুর বা বনানীতে।

বর্জ্যপদার্থের মতো আমি চাই না মাটিতে মিশে যেতে।

মৃত্যুর পর তোমরা আমাকে কংশের জলে ভাসিয়ে দিও।

যাতে জলপথে ভাসতে–ভাসতে, ভাসত...