অধীরা

অধীরা

রবীন্দ্রনাথ ঠাকুর

অধীরা

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনদিশা বিশ্বাস২৩ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


চির-অধীরার বিরহ-আবেগ

দূরদিগন্তপথে

ঝঞ্ঝার ধ্বজা উড়ায়ে ছুটিল

মত্ত মেঘের রথে।

দ্বার ভাঙিবার অভিযান তার,

বারবার কর হানে,

বারবার হাঁকে “চাই আমি চাই’,

ছোটে অলক্ষ্য-পানে।

হুহু হুংকার ঝর্ঝর বর্ষণ,

সঘন শূন্যে বিদ্যুৎঘাতে

তীব্র কী হর্ষণ।

দুর্দাম প্রেম কি এ–

প...

Loading...