অচল প্রেমের পদ্য

অচল প্রেমের পদ্য

হেলাল হাফিজ

অচল প্রেমের পদ্য

Books Pointer Iconহেলাল হাফিজ
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনকমলা কান্ত২৮ জুন ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

আছি।

বড্ড জানান দিতে ইচ্ছে করে, – আছি,

মনে ও মগজে

গুন্‌ গুন্‌ করে

প্রণয়ের মৌমাছি।



কোনদিন, আচমকা একদিন

ভালোবাসা এসে যদি হুট করে বলে বসে,-

‘চলো যেদিকে দুচোখ যায় চলে যাই’,

যাবে?



তোমার জন্য সকাল, দুপুর

তোমার জন্য সন্ধ্যা

তোমার জন্য সকল গোলাপ

এবং রজনীগন্ধা।


<...
Loading...