বোধন

বোধন

কাজী নজরুল ইসলাম

বোধন

Books Pointer Iconকাজী নজরুল ইসলাম
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা১৮ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

দুঃখ কী ভাই, হারানো সুদিন ভারতে আবার আসিবে ফিরে,

দলিত শুষ্ক এ মরুভূ পুন হয়ে গুলিস্তাঁ হাসিবে ধীরে॥

কেঁদো না, দমো না, বেদনা-দীর্ণ এ প্রাণে আবার আসিবে শক্তি,

দুলিবে শুষ্ক শীর্ষে তোমারও সবুজ প্রাণের অভিব্যক্তি।

জীবন-ফাগুন যদি মালঞ্চ-ময়ূর তখতে আবার বিরাজে,

শোভিবেই ভাই, ওই তো সেদিন, শোভিবে এ শিরও পুষ্প-তাজে॥



হোয়ো না নিরাশ, ...

Loading...