
হৃদয়ের শব্দ

ইন্দ্রনীল সান্যাল
অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ
ছাত্রছাত্রী এবং শিক্ষককে।
.
কৃতজ্ঞতা স্বীকার
লেখক ও চিকিৎসক দেবাঞ্জন সেনগুপ্ত, যে আমার ছোটবেলার বন্ধু। মেডিক্যালের ছাত্রী ত্বিষা চট্টোপাধ্যায় ওরফে গুঞ্জা, যে আমার আর এক বন্ধুর কন্যা। এই দুজন আমার এই উপন্যাসের পান্ডুলিপি পড়ে নানা পরামর্শ দিয়েছে। সেগুলো আমি গ্রহণও করে...