২০১৫। এপ্রিল মাস। আমরা দু’জন সেদিন বাংলা আকাদেমিতে। কোন এক অনুষ্ঠানে। অনুষ্ঠান শেষে হঠাৎ কথায় কথায় উঠে এলো তাঁর প্রসঙ্গ। গত শতাব্দীর ছয়ের দশক থেকে আজও সমানতালে মঞ্চ ও সেলুলয়েড কাঁপানো অভিনেত্রীর কথা। যিনি বাংলা চলচ্চিত্রের এক দীর্ঘ ইতিহাসের সাক্ষী, যার ঝুলিতে অজস্র মণিমুক্তো, তিনি কেন এত অবহেলিত? কেন এত আন্ডাররেটেড? মুর্হূতে সিদ্ধান্ত নিলাম, বাংলা চলচ্চিত্রের ইতিহাসের স্বার্থে এ ...