
সূর্য বিনোদিনী

অভীক মুখোপাধ্যায়
.কিছু কথা ছিল মনে
ছোট থেকে শুনে আর বলে এসেছি ‘কোনারক’। অনেক পরে ভুল ভেঙেছে, জেনেছি জায়গাটার নাম আসলে ‘কোণার্ক’। অর্কক্ষেত্র—সূর্যদেবের উপাসনার স্থল। ওড়িয়া শিল্প প্রতিভার অক্ষয় স্মৃতি। প্রতি সপ্তাহে লক্ষ লক্ষ মানুষ দেখতে যান কোণার্ক। কারো দৃষ্টি থাকে স্থাপত্যের দিকে, কেউ প্রাচীনতা দেখে স্তম্ভিত হন, কারো মনে ধর্মভাবনা, কারো কাছে পিকনিক স্পট এই কোণার্ক। কেউ কেউ আবার স...