ভালোবাসা নাও, হারিয়ে যেও না

ভালোবাসা নাও, হারিয়ে যেও না

সুনীল গঙ্গোপাধ্যায়

ভালোবাসা নাও, হারিয়ে যেও না

Books Pointer Iconসুনীল গঙ্গোপাধ্যায়
Books Pointer Iconউপন্যাস

পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা২৮ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

পর্বঃ ০১

একদিন সকালবেলা বাজার করে ফিরছি, দেখি যে গলির মোড়ের মিষ্টির দোকানের কাছটায় একটি ছেলে ডুকরে ডুকরে কাঁদছে। ছেলেটির বয়েস চোদ্দ–পনেরো হবে, ধ্যারেঙ্গা মতন গড়ন, কালো হাফ–প্যান্ট আর ময়লা গেঞ্জি পরা, খুব সম্ভবত কোনো বাড়ির চাকর। ইদানিং যাদের বলে ‘কাজের লোক’।

কান্নার আওয়াজ নানা রকম হয়। দুঃখ ও বিষাদের যেমন অনেক রকম স্তর আছে। সে যাই হোক, ছেলেটির কান্নার মধ্যে...

Loading...