
ভালবাসার অ আ ক খ

শিবরাম চক্রবর্তী
| শিবরাম চক্রবর্তী | |
| উপন্যাস |
পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস২৫ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
পা টিপে টিপে আমরা এগুই।
সিনেমা হাউসের আড়াল-করা আলোর নামমাত্র আলোর আওতা ছাড়াতেই—একেবারে ঘুটঘুট্টির মধ্যে এসে পড়লাম। শুনলাম, মিনিটখানেক আগেই নাকি এধারের লাইন ফিউজ হয়ে রাস্তার সব বিদ্যুৎ-বাতি নিবে গেছে। একেবারে ঘুটঘুটে অন্ধকার। একটুখানি ফিকে জ্যোৎস্নার আবছায়া থাকলে ভালো হতো,—এক কাস্তে চাঁদের আলো—চাঁদনির ফসল—পৃথিবীর পক্ষে নেহাত কম নয় (দুজনের পক্ষে তো খুবই বেশি!) কিন্তু এই আকস্মিক অমাবস্যায়...