
বীর্যবান

হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
সোনার থালায় গরম ভাত আর পঞ্চব্যঞ্জন-মিষ্টান্ন সহযোগে মধ্যাহ্ন ভোজন করতে বসেছিলেন বৃদ্ধ রাজা লক্ষ্মণ সেন। ভাত মেখে সবে তিনি মুখে তুলতে যাবেন, ঠিক সেই সময় মহামন্ত্রী, সেনাপতিসহ কয়েকজন ব্রাহ্মণ হুড়মুড় করে প্রবেশ করলেন ভোজনকক্ষে। মহামন্ত্রী বঙ্গেশ্বরকে বললেন, ‘চলুন, মহারাজ চলুন। মিনারের মাথার প্রহরীরা ওদের দেখতে পেয়েছে। ওরা দ্রুত প্রাসাদের দিকে এগিয়ে আসছে! ঘোড়সওয়ার তুর্কিবাহিন...