
নিষাদ

প্রচেত গুপ্ত
১
রিসেপশনে বসা মেয়েটি ইন্টারকমে কথা বলছে।
ঠিক কথা বলছে না, নিচু গলায় ‘হুঁ, হাঁ’ করে ইন্টারকমের ওপাশের কথা শুনছে। ‘হুঁ, হাঁ’ শেষ হলে রিসিভার নামিয়ে মুখ তুলে বলল, ‘আপনি চলে যান। স্যার আজ দেখা করতে পারবেন না।’
নিষাদ বিস্মিত গলায় বলল, ‘সে কী, দেখা করতে পারবেন না! কেন?’
মেয়েটি কঠিন অথচ ঠান্ডা গলায় বলল, ‘কেন তো বলতে পারব না। উনি আমাকে কিছু বলেননি। আপনি পরে যোগাযোগ...